১৪
কান চলচ্চিত্র উৎসবের ৭৬তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা বসেছে। বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং চলচ্চিত্র ভক্তরা।
তবে বরাবরের মতন কান চলচ্চিত্র উৎসবে আলো ছড়াচ্ছেন বলিউড তারকারা।
মঙ্গলবার (১৬ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। এর আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা–শিল্পী–কুশলীদের পদচারণা ও ফটোশুট।

উর্বশী রৌটেলা

কান চলচিত্র উৎসবে অদিতি রাও হায়দারী

কান চলচ্চিত্র উৎসবে বধূ বেশে সারা আলি খান