রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন–২০২৩ মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল সাড়ে নয়টায় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের সভা কক্ষে বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠানে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার দেলোয়ার হোসেন সহ নির্বাচন অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ও প্রতিটি প্রার্থীর তিনজন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন চারজন। এছাড়া কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন ১২৪ জন প্রার্থী। আর সংরক্ষিত কাউন্সিল পদে ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। প্রার্থীদের বাছাই অনুষ্ঠানে নির্বাচনের আচরণবিধি বিষয়ে তাদের জানানো হয়।
এবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৫৫টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটাররা তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন। এ সিটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৬৭ জন। হিজড়া ভোটার রয়েছে ৬ জন। এছাড়াও মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৮০ হাজার ৮০৯ জন।
উল্লেখ্য, আগামী ০১ জুন প্রত্যাহার, ০২ জুন প্রতিক বরাদ্দ। আর ২১ জুন ইভিএমে মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইউ. আদনান/দীপ্ত নিউজ