ঈদকার্ডে প্রধানমন্ত্রীর ছবি এঁকে উপহারের ঘর পেয়েছে ফেনীর দাগনভূঞার দুই হাত ছাড়া জন্মগ্রহণ করা শিশু আব্দুল্লাহ আল মোনায়েম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার পরিবারের জন্য উপহারের ঘর করে দেয়া হয়েছে। বুধবার (২৪ মে) বিকেলে দাগনভূঞা পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে নির্মিতঘর হস্তান্তর করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রাহমান।
মোনায়েম দাগনভূঞা একাডেমীর ৭ম শ্রেণির ছাত্র ও ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েতনগর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে।
মোনায়েমের মা বিবি কুলসুম বলেন, ঘর পেয়ে আমরা আনন্দিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, সারাদেশে থেকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ছবি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠালে সেখান থেকে মোনায়েমের ছবি প্রধানমন্ত্রী ঈদকার্ডের জন্য নির্বাচন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ–পরিচালক গোলাম মো. বাতেন, উপজেলা নির্বাহী কর্মকতা নাহিদা আক্তার তানিয়া, দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেরাজ শারবীন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সী, দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল উদ্দিন, দাগনভূঞা একাডেমী প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।
আবদুল্লাহ আল–মামুন/এমি/দীপ্ত নিউজ