বরগুনা সদর উপজেলার বুড়িরচার ইউনিয়নের রায়েরবক গ্রামে ভুট্টা চাষীদেরকে নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত। রবিবার ( ২১ মে ) বিকেল ৫ টায় রায়েরবক ভুট্টা প্রদর্শনী সংলগ্ন ফরিদ মুন্সির উঠানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপ্ত টেলিভিশনের বরগুনা প্রতিনিধি শাহ্ আলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন,মিজানুর রহমান ও আব্দুর রহিমসহ কৃষক ও কৃষানিরা।
বুড়িরচর একটি মাত্র ইউনিয়ন প্রায় ৩০ একর জমিতে ভুট্টা আবাদ করেছে কৃষকরা। গত বছরের চেয়ে এ বছর ভুট্টার ফলন দিগুণ হয়েছে । এতে কৃষকের মুখে ফুটেছে হাসি। তবে অভাব রয়েছে মেইজসেলার (ভুট্টা মাড়াই মেশিনের)। একটি মেশিন হলে দ্রুত ফসল ঘরে তুলতে পারবেন কৃষকরা।
ভুট্টা চাষী হারুন মুন্সি বলেন, আমি ৪ একর জমিতে ভুট্টা চাষ করেছি। ফলন খুব ভালো হয়েছে। খরচ গিয়ে আমার অনেক লাভ হবে। তবে একটি মেইজসেলার (ভুট্টা মাড়াই মেশিন) এর অভাবে ক্ষেতে ভুট্টা নষ্ট হয়ে যাচ্ছে। ঘরে তুলতে পারছি না।আমাদের দাবি এই এলাকায় একটা ভুট্টা চাষীদের জন্য মেইজসেলার (মাড়াই মেশিন) দেওয়া হোক।
বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,বরগুনা সদর উপজেলায় ভুট্টার ফলন ভালো হয়েছে। এ বছর ভুট্টা চাষ করে লাভবান হবে কৃষকরা। প্রতি বছর কৃষি অফিস থেকে ভুট্টার বীজ, সার, ঔষধ দিয়ে থাকি। মাঠ পর্যায়ে গিয়ে প্রান্তিক কৃষকদের সাথে সভা, সমাবেশ করে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি আমরা। এবছরের ফলন এত ভালো হয়েছে তা দেখে সামনে আরো ভুট্টা চাষে করতে কৃষক এগিয়ে আসবে।
আল/দীপ্ত সংবাদ