মুন্সীগঞ্জ সদরের নৌ–পুলিশের অভিযানে একটি জাল কারখানা থেকে ৩ কোটি ১১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রবিবার (২১ মে) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত সদর উপজেলার পঞ্চসারের মুক্তারপুর এলাকার গোসাইবাগ এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
জানা গেছে, গোপন সংবাদ ভিত্তিতে দুপুরের দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিনের মালিকানাধীন জাল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এসময় এই কারখানায় অভিযান চালিয়ে তিন কোটি ১১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১৯টি নিষিদ্ধ চাই জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ ৯০ হাজার টাকা।
এবিষয়ে মুক্তারপুর নৌ–পুলিশ ফাঁড়ি স্টেশন ইনচার্জ আব্দুস সোবহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএনপির নেতা মহিউদ্দিন আহমেদের জাল তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানের সময় মহিউদ্দিন কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। এবিষয়ে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মো. কায়সার হামিদ/এমি/দীপ্ত নিউজ