ঢাকার আশুলিয়ায় জাহাঙ্গীরনগর স্কুল ও কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ মে) দুপুরে নিহতের নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে তার সহপাঠি ও স্বজনরা এ কর্মসুচি পালন করেন।
নিহত কলেজ ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজের দ্বাদশ শিক্ষার্থী ছিলেন। তিনি আশুলিয়ার পূর্ব জামগড়া এলাকার ফজলুল হকের ছেলে।
জানা যায়, গত ১৮ মে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ না পেয়ে নিখোঁজের ১০দিন পর কলেজ ছাত্র ফারাবী আহমেদ হৃদয়ের বস্তাবন্দি মরদেহ আশুলিয়ার মোজারমেইল এলাকার একটি পুকুর থেকে উদ্ধার করে র্যাব–৪ এর সদস্যরা। নিখোঁজ কলেজ ছাত্রকে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে নিহতের প্রতিবেশী বন্ধু পরান ও তার সহযোগীরা।
হত্যাকান্ডের ঘটনায় র্যাব প্রধান আসামী পরানসহ ৪ জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা নির্মম হত্যায় জড়িত প্রধান আসামী ও তার সহযোগীদের ফাঁসি দাবি করেন।
এম এ হালিম/আফ/দীপ্ত নিউজ