শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

৭৬তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জেনেভায় ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন (ডব্লিউএইচএ) শুরু হয়েছে। শনিবার (২০ মে) শুরু হওয়া এ সম্মেলন চলবে ৩০ মে পর্যন্ত। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

চলতি বছর এ সম্মেলনের থিম ‘৭৫ বছরে ডব্লিউএইচএ: জীবন বাঁচানো, সবাইকে স্বাস্থ্যসেবার আওতায় আনার তাগিদ’যার মূলমন্ত্র ‘সবার জন্য স্বাস্থ্য’।

সম্মেলনে মানসিক স্বাস্থ্যবিষয়ক একটি অধিবেশনে যোগ দেয়ার কথা রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং বাংলাদেশে অটিজমবিষয়ক জাতীয় কমিটির উপদেষ্টা সায়মা ওয়াজেদের।

এ বছরের ডব্লিউএইচএ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেছেন, ‘এই অধিবেশনের তাৎপর্য কিছুটা ভিন্ন। বিগত ৭৫ বছরে জনস্বাস্থ্যের অগ্রগতি পর্যালোচনা করার মাধ্যমে গত সাত দশকে কতটা অগ্রগতি হয়েছে এবং জীবনযাত্রার মান কতটা উন্নত হয়েছে, তা পেছনে ফিরে দেখার সুযোগ মিলবে এ সম্মেলনে। সুতরাং, প্রাথমিক স্বাস্থ্যসেবার বিষয়ে এ বছর আরও জোর দেয়া হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি অবস্থার সম্মুখীন লাখ লাখ মানুষকে সাহায্য করার জন্য পদক্ষেপ নিয়েছে এবং বিশ্বজুড়ে মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জাতিসংঘের কাছে ২.৫ বিলিয়ন মার্কিন ডলার সহায়তার জন্য আবেদন করেছে।

এই জরুরি অবস্থার মধ্যে করোনা মহামারি এবং একই সময়ে হাম ও কলেরার মতো প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাবকে স্বাস্থ্য ব্যবস্থার জন্য ব্যাপক হুমকি হিসেবে তুলে ধরা হয়েছে। জাতিসংঘের মতে, এ বছর বিশ্বব্যাপী রেকর্ড ৩৩৯ মিলিয়ন মানুষের জরুরি সহায়তার প্রয়োজন হবে।

সূত্র: বাসস

 

এমি/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More