পটুয়াখালীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছে। এসময় একটি মোটরসাইকেল ভাংচুর করে পুড়িয়ে দেয়া হয়েছে।
শনিবার (২০ মে) বেলা এগারোটার দিকে পৌর শহরের বনানী সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরের বনানী মোরে জরো হন বিএনপির নেতা কর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে যাচ্ছিল ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা। এসময় হঠাৎ দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় একে অপরের উপরে হামলা চালায় উভয় পক্ষের নেতাকর্মীরা। এতে আহত হয় অন্তত ২৫ জন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাঈনুল হাসান জানান, শহরে ব্যাপক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
মো.ইমরান/আফ/দীপ্ত নিউজ