অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট রাখার ব্যাপারে অনেকদিন ধরেই চেষ্টা চালাচ্ছে আইসিসি। শেষবার ১৯০০ সালের প্যারিস অলিম্পিক গেমসে ক্রিকেট ইভেন্টকে দেখা গেছে। তবে আবারও এই খেলাকে অলিম্পিকে অন্তর্ভুক্ত করতে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৮ সালেই অলিম্পিকের পিচে বল গড়ানোর মরিয়া চেষ্টা আইসিসির।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ক্রিকেটের বাজার ও জনপ্রিয়তার বিষয়গুলোও তুলে ধরা হচ্ছে অলিম্পিক কমিটির কাছে। অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হলে উপমহাদেশে মিডিয়া রাইটস থেকে বিপুল লাভ করতে পারবে আইওসিকে। ক্রিকেট অলিম্পিকে থাকলে ভারতীয় সম্প্রচারকারী সংস্থাগুলির আগ্রহ বাড়বে। তাঁরা বিপুল টাকা বিনিয়োগ করবে। তার উপর অলিম্পিকের দর্শক সংখ্যাও এক লাফে অনেকটাই বৃদ্ধি পাবে। সবচেয়ে বড় কথা, আইওসি–র কাছে এটা একটা বিশাল বড় সুযোগ। কারণ, দক্ষিণ এশিয়ার লক্ষ লক্ষ মানুষ ক্রিকেট দেখেন, খেলাটাকে উপভোগ করেন।
জানানো হয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য ভারতে মিডিয়া রাইটস বাবদ আইওসি বিপুল অঙ্কের টাকা লাভ করবে। এই আয় অন্ততপক্ষে ১৩০ মিলিয়ন ডলারের বেশি হতে পারে। তবে সর্বোচ্চ ২৬০ মিলিয়ন ডলার ও বৃদ্ধি পেতে পারে যদি ক্রিকেট খেলাটা অলিম্পিক গেমসের অন্তর্ভুক্ত করা হয়।
অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট রাখার বিষয়ে নতুন কমিটি তৈরি করেছে আইসিসি। যেই অলিম্পিক কমিটির মাথায় জয় শাহ। তাঁর নেতৃত্বাধীন কমিটি আইওসির সঙ্গে সমন্বয় সাধন করছে।এই কমিটিই মূলত দায়িত্বে রয়েছে আইসিসির তরফে।
আইওসি আইসিসিকে জানিয়েছে, অলিম্পিকে ক্রিকেট ইভেন্ট যুক্ত হলে বিশ্বকাপ হয় এমন একটি সংস্করণ বেছে নিতে। সেক্ষেত্রে টি–টোয়েন্টি সংস্করণই বেছে নেওয়া হয়েছে।
আল/দীপ্ত সংবাদ