ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক মোড় থেকে শুক্রবার (১৯ মে) বিকেলে অভিযান চালিয়ে ১০৮টি সুন্দি কাছিম উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ মে) দুপুরে কাজিরবাগ ইকোপার্কে কাছিমগুলো অবমুক্ত করা হবে।
পুলিশ জানায়, ফেনী মডেল থানার বিশেষ দল অভিযান পরিচালনা করে তিনটি ক্যারেটে ১০৮টি (৮০ কেজি) সুন্দি কাছিম উদ্ধার করে। উদ্ধারকৃত কাছিমগুলো শনিবার কাজিরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হবে।
বন অধিপ্ততরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, সুন্দি কাছিম স্থানীয়ভাবে ‘চিতি কাছিম‘ নামেও পরিচিত। দুই থেকে তিন দশক আগেও দেশের নদী, খাল, বিল, হাওর ইত্যাদি জলাশয়ে প্রচুর সুন্দি কাছিম দেখা যেত, তবে বাসস্থান ধ্বংস ও ক্রমাগত শিকারের কারণে এই জলজ প্রাণীটি হারিয়ে যেতে বসেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, প্রাণীটি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন–২০১২ এর তফসিল–২ অনুযায়ী সংরক্ষিত। তাই সুন্দি কাছিম হত্যা বা এর ক্ষতিসাধন শাস্তিযোগ্য অপরাধ।
উদ্ধারকৃত কাছিমগুলো শনিবার দুপুরে কাজিরবাগ ইকোপার্কে অবমুক্ত করা হবে।
আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ