ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা বাজারে আগুনে পুড়ে একটি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার ( ১৭ মে )সকাল সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে উপজেলার কোলা বাজারের বিপ্লব চক্রবর্তীর মুদি ও কনফেকশনারীর দোকানে আগুন দেখতে পান এক পথচারী। এরপর স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এই সময়ে আগুনে দোকানে থাকা নগদ সাড়ে ৪ লক্ষ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এছাড়াও বাদল স্টোরের পাশে সরকার ডেকোরেটরেও আগুনে প্রায় ১ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়।
বাদল স্টোরের মালিক বিপ্লব চক্রবর্তী জানান, তার দোকানে নগদ সাড়ে ৪ লক্ষ টাকা ছিল। আগুনে পুড়ে গেছে নগদ টাকাসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল। পুরো দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, খবর পেয়ে উপজেলার কোলা বাজারে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আল/দীপ্ত সংবাদ