ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে টুকু বেগম (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) বিকেল ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত টুকু বেগম উপজেলার মথুরাপুর গ্রামের মৃত হামিদুল গাজীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, বুধবার বিকেল ৫ টার দিকে ধান ভেজানোর জন্য বৈদ্যুতিক মটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন টুকু বেগম। এ সময় বাসায় কেউ ছিল। প্রতিবেশীরা তার বাড়িতে গিয়ে দেখতে পান তিনি মাটিতে পড়ে আছেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আফরান জামিন বৃষ্টি জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টুকু বেগম নামে এক নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
আল/দীপ্ত সংবাদ