জুনে অনুষ্ঠিতব্য আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ (১৭ মে) বিকেলে এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশ–আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। সূচি অনুযায়ী আগামী ১০ জুন বাংলাদেশে আসবে আফগানরা। এরপর তিন দিনের মাঠের প্রস্তুতি সেরে নেমে পড়বে একমাত্র টেস্ট খেলতে, মিপুরে ১৪ জুন থেকে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। সেই ম্যাচ শেষ করেই আফগানিস্তান দল ভারতে উড়াল দেবে সিরিজ খেলতে। ১৯ জুন আফগানিস্তান দলের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।
ভারত সিরিজ শেষে ১ জুলাই আবার বাংলাদেশে ফিরবে আফগানরা। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫, ৮ ও ১১ জুলাই তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ওয়ানডে সিরিজ শেষে টি–টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট যাবে দুই দল। সেখানে ১৪ ও ১৬ জুলাই দুটি ম্যাচ দিয়ে সফর শেষ হবে আফগানদের।
আল/দীপ্ত সংবাদ