বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নাটোরে শিশু ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির যাবজ্জীবন

দীপ্ত নিউজ ডেস্ক
2 minutes read

নাটোরের লালপুরে এশিশুকে ধর্ষণের অভিযোগে রান্টু উদ্দিনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত রান্টু উদ্দিন লালপুর উপজেলার আহম্মদপুর গ্রামের মৃত রাফিজ উদ্দিনের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ২০১০ সালের ৮ আগস্ট সকাল ১১টার দিকে ওই শিশুটির মা মাঠে ছাগল চড়াতে যান। এসময় শিশুটি বাড়িতে একাই ছিল। এই সুযোগে রান্টু তাদের ঘরে ঢুকে শিশুটিকে র্ধষণ করে।

এ ঘটনায় শিশুর মা পারুল বেগম বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দেন। ওই মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণ হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করে তা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দেন বিচারক।

সাহেদুল আলম/এমি/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More