চট্টগ্রামে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৭ মে) সকালে মহানগর আওয়ামী লীগ চট্টগ্রাম প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন মাহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে খুনিরা মনে করেছিল আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। এরপর পাকিস্তানি ভাবধারায় পরিচালিত হয়ে আসছিল বাংলাদেশ। কিন্তু ১৯৮১ সালের ১৭ মে জাতির জনকের কন্যা শেখ হাসিনা দেশে ফিওে সংগঠনের হাল ধরেন। সেদিন ঢাকা বিমানবন্দরে লাখো মানুষের সমাবেশে শেখ হাসিনা যে কথা দিয়েছিলেন, তা তিনি আজ অক্ষরে অক্ষরে পালন করছেন। তাঁর নেতৃত্বেই আজকের ডিজিটাল বাংলাদেশ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।
চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগও প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুরূপ কর্মসূচি পালন করে। উপজেলাগুলোতেও দিবসটি পালন করেছে স্থানীয় আওয়ামী লীগ।
রুনা আনসারী/এফএম/দীপ্ত নিউজ