গুচ্ছ পদ্ধতিতে ২০২২–২৩ সেশনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ‘এ’, ‘বি’ ও ‘সি’ এই তিন ইউনিটে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১ জন শিক্ষার্থীর।
মঙ্গলবার (১৬ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রের ভর্তি কমিটির সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ’২০২২–২৩ সেশনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা দিতে ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ (বাণিজ্য) ইউনিটে ৩৯ হাজার ৮৬৪ এবং ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী আবেদন করেছেন। তবে এর বিপরীতে কতটি আসন রয়েছে তা পরে জানানো হবে।’
শাবিপ্রবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কথা জানিয়ে মাহবুবুল হাকিম আরও বলেন, ’এবার সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে শাবিপ্রবিতে ‘বি’ ইউনিটে দুই হাজার ৫৬১ জন, ‘সি’ ইউনিটে ৯৪৪ জন ও ‘এ’ ইউনিটে ৬ হাজার ৩৯ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। শুধু ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ডারগার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের পরীক্ষার সিট বসানো হবে। বাকি দুই ইউনিটের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসের অভ্যন্তরীণ একাডেমিক ভবনগুলোতে নেয়া হবে।’
আগামি ২০ মে ‘বি’ ইউনিট, ২৭ মে ‘সি’ ইউনিট এবং ৩ জুন ‘এ’ ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
এফএম/দীপ্ত নিউজ