টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের শাহানশাহগঞ্জ (বরুহা) বাজার থেকে গ্রাহকের প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়েছে বলে অভিযোগ উঠেছে নাইন স্টার সঞ্চয় সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের বিরুদ্ধে।
সোমবার (১৫ মে) অন্য সকল মালিকদের নিয়ে বসে সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ২৪ মে এর মধ্যে তারা সাধারণ সম্পাদককে হাজির করবে।
সে পোড়াবাড়ী ইউনিয়নের খারজানা গ্রামের মিয়া চানের ছেলে।
জানা যায়, ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া মহল্লার প্রায় ৪০০ সহজ সরল মানুষ ও গ্রাহকের কাছ থেকে প্রতারণার ফাঁদ পেতে সঞ্চয়ের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় ‘নাইন স্টার সমবায় সঞ্চয় সমিতি’ নামে বেসরকারি এনজিওর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। সহজ শর্তে ঋণ দেওয়া ও বেশি মুনাফার লোভ দেখিয়ে গ্রামের নিরীহ মানুষগুলোর কাছ থেকে এ টাকা আদায় করেন তারা। এখন সেই সমিতির দরজায় তালা ঝুলছে। এর পর থেকেই ভুক্তভোগী গ্রাহকরা টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন।
সমিতির গ্রাহকরা এ নিয়ে স্থানীয় চেয়ারম্যান, উপজেলা ও জেলা সমবায় অফিস, সদর থানায় অভিযোগ জানিয়েছেন। এছাড়াও তারা কোর্টে এ বিষয়ে একটি মামলাও দায়ের করেন।
গত মার্চ মাসের ২ তারিখে পালিয়ে যায় সে। এতে পথে বসার উপক্রম হয়েছে শত শত পরিবার। সদর উপজেলার পোড়াবাড়ি ও সিলিমপুর ইউনিয়নের নিরীহ বাসিন্দাদের নিঃস্ব করেছে এই “নাইন স্টার” যার সমবায় অধিদপ্তর থেকে নেয়া রেজিস্ট্রেশন নং–২৮৪। এরই ধারা বাহিকতায় সোমবার (১লা মে) “নাইন স্টার” এনজিও’র মীর ইয়াছিন নামে এক পার্টনারকে ধরে দোকানের ভিতর তালাবদ্ধ করে রাখে উত্তেজিত জনতা ও গ্রাহকেরা।
সুমন খানআফ/দীপ্ত সংবাদ