শনিবার, জুলাই ১২, ২০২৫
শনিবার, জুলাই ১২, ২০২৫

নোয়াখালীতে নারীর পেটে মিললো ইয়াবা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে নাজু আক্তার (৩৩) ও এরশাদুল আলম (২৬) নামের দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাদের ব্যপক জিজ্ঞাসাবাদে আটককৃত নারীর পেটে ইয়াবা রয়েছে এমন তথ্য দিলে তার পেটে এক্সরে মাধ্যমে নিশ্চিত হয়ে ২৪৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

রবিবার (১৪ মে) সকালে চৌমুহনী পৌর এলাকার দক্ষিণ হাজীপুর এলাকায় চেক পোস্ট বসিয়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানিজীবনপুর গ্রামের মৃত অলি আহমদের মেয়ে নাজু আক্তার ও কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদারলিচুয়াপ্রাং এলাকার অলি আহমদের ছেলে এরশাদুল আলম।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান নোয়াখালীতে আসবে। এমন তথ্যে ভিত্তিতে সন্দেহজনক ওই মাদক কারবারিদের ওপর নজরধারি রাখা হয়। শনিবার (১৩ মে) রাতে কক্সবাজার থেকে চট্টগ্রাম এসে গাড়ি পরিবর্তন করে একটি যাত্রীবাহী বাসে উঠে তারা নোয়াখালীর চৌমুহনী চৌরাস্তার উদ্দেশ্যে রওনা করে। তাদের বাসটি চৌমুহনী পৌর এলাকার দক্ষিণ হাজীপুর পৌঁছলে তল্লাশি চৌকি বসিয়ে সেটির গতিরোধ করা হয়।

তিনি আরও বলেন, পরে বাসে ওঠে সন্দেহজনক এক নারী সহ দুইজনকে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের সাথে কোন মাদকদ্রব্য নেই বলে স্বীকার করলেও পরে নারীর পেটে ইয়াবা রয়েছে বলে জানায় তারা।

পরে তাদের মাইজদীর একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসা হয়। ওই হাসপাতালে নারীর পেট অপারেশন করে ভিতরে অনেকগুলো পলি প্যাকেট দেখা যায়। পরে ওষুধ সেবনের মাধ্যমে বিশেষ পক্রিয়ায় তার পেট থেকে ৪৯টি পলি প্যাকেটে থাকা অবস্থায় ২৪৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বামীস্ত্রী পরিচয়দানকারী ওই দুই মাদক কারবারিকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More