সাভারের আশুলিয়ায় একটি অনুমোদনহীন সিলিন্ডার মজুদ ও রিফিল কারখানায় অগ্নিকাণ্ডে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশু ও প্রতিষ্ঠানের মালিকস ৫ জন দগ্ধ হয়েছেন।
শনিবার (১৩ মে) সকাল সাড়ে ৯ দিকে আশুলিয়ার জামগড়া তেতুঁলতলা এলাকায় বেল্লালের কারখানায় এ ঘটনা ঘটে।
তাদেরকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
দগ্ধরা হলেন– প্রতিষ্ঠানটির মালিক মো: বেল্লাল হোসেনসহ (৩০) শরিফুল ইসলাম (২৫) নুরনবী (২৮) সোহাগ (৯) ও মাহাআলম (২৬)।
স্থানীয় বাসিন্দা জিন্নাহ বলেন, গত ১ মাস আগে ওমর আলীর বাড়ি ভাড়া নিয়ে এই কারখানায় বড় বড় সিলিন্ডার রাখে। আমি মাঝে মাঝে দেখি ছোটো পিকআপ ভ্যান নিয়ে খালি সিলিন্ডার আনে। আবার সিলিন্ডার নিয়ে যায়। আজ সাড়ে ৯টার দিকে হঠাৎ বিকট আওয়াজে সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে৷ পরপর সাত–আট বার বিকট শব্দ হয়। এসে দেখি দাউ দাউ করে আগুন জলছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরেক বাসিন্দা নরুল আমিন বলেন, বাসা ভাড়া নিয়ে খালি সিলিন্ডার মজুদ করে রেখেছে। এখানে বিভিন্ন কোম্পানির সিলিন্ডার আছে। বিস্ফোরণের শব্দে ঘুম থেকে উঠে এসে দেখি পুরো কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এরমধ্যে দেখি দুইটা ছেলে আগুন গায়ে নিয়ে বের হয়ে আসে। পরে আমি তাদের বলি মাটিতে শুয়ে পরতে বলি। পরে আরেকটি শিশু ছেলেকে বের হতে দেখি। তিনজনের শরীর অনেক অংশ পুড়ে গেছে। আর দুইজনও দগ্ধ হয়েছে। আর টিনসেড বাড়ির অবস্থা খারাপ। বাড়ি দেয়াল ভেঙে গেছে টিন উপর থেকে উড়ে গেছে। তাদেরকে উদ্ধার ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিস ঢাকা জোন–৪ এর উপ পরিচালক মো. আলাউদ্দিন বলেন, প্রতিষ্ঠানটিতে বিভিন্ন কোম্পানির গ্যাসের সিলিন্ডার রয়েছে। সেখানে বড় বড় সিলিন্ডার থেকে ছোট ছোট সিলিন্ডারে গ্যাস রিফিল করা হতো। প্রতিষ্ঠানটি অবৈধ। প্রতিষ্ঠানটিতে কোন অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিলোনা এবং ফায়ার সার্ভিসের সনদ নেই।
এফএম/দীপ্ত সংবাদ