ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) ভোর ৫ টার দিকে ঝিনাইদহ–চুয়াডাঙ্গা মহাসড়কের ডাকবাংলা নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে ষাটোর্ধ্ব নিহত নারীর নাম পরিচয় এখনও মেলেনি ।
এলাকাবাসী হাবিবুর রহমান জানান, ভোরে যখন চা খাওয়ার উদ্দেশ্যে বাজারে আসি, তখন রাস্তার মাঝে এক পরিচয়হীন নরীর রক্তমাখা দেহ পড়ে থাকতে দেখি। এসময় ডাকবাংলা পুলিশ ক্যাম্পকে জানাই। পরে তারা এসে লাশটি নিয়ে যায়।
তিনি আরও বলেন, লোকমুখে শুনি মহিলাটি রাস্তা পার হওয়ার সময় ঝিনাইদহগামী একটি মাছবোঝাই আলমসাধু তাকে ধাক্কা দিয়ে দ্রুত সটকে পড়ে।
ঝিনাইদহ সদর থানার ওসি সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভোরের দিকে কোন এক সময়ে আলমসাধুর ধাক্কায় ঐ নারী ঘটনাস্থলেই মারা যায়। পরে আমরা লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করি। তবে নিহতের কোন নাম পরিচয় প্রাথমিকভাবে পাওয়া যায়নি ।
তিনি আরও জানান, লাশটি বর্তমানে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। তবে এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।
আফ/দীপ্ত সংবাদ