ঝিনাইদহে আগুনে পুড়ে ফুলি থাতুন (৫৫) নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ মে) দিবাগত রাত ৩টার দিকে শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফুলি খাতুন শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের খেলাফত মন্ডলের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলেও জানায় স্বজনরা।
এলাকাবাসী আনোয়ার হোসেন জানান, আজ রাত ভোর ৩ টার দিকে আগুন লাগে খেলাফত মন্ডলের গরুর গোয়ালে। ঘটনার পর গ্রামবাসী এসে আগুন নেভাতে সক্ষম হয়। গোয়ালের পাশেই ছিল ফুলি খাতুনের থাকার জায়গা। এ ঘটনায় সে দগ্ধ হয়। পরবর্তীতে সকালের দিকে সে মারা যায়।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা জানার পর সেখানে গিয়েছিলাম। যেয়ে দেখি, গোয়াল ঘরে রাখা কয়েলের আগুন থেকে মুলত আগুন লাগে। গোয়ালের পাশেই ছিল ফুলি খাতুনের শোবার জায়গা। সেই আগুনে সে দগ্ধ হয়। পরিবারের স্বজনরা তাকে খাটের নিচ থেকে দগ্ধ অবস্থায় বের করে। পরে সে নিজ বাড়িতেই মারা যায়।
তিনি আরও জানান, এ ব্যাপারে থানায় এখনও কোন মামলা হয়নি। লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আফ/দীপ্ত সংবাদ