দক্ষিনপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভুত হতে পারে। এর প্রভাবে কিছুটা উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসগার।
উপকুলীয় এলাকায় প্রতিনিয়ত বাড়ছে গরমের তীব্রতা। এতে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ। নিম্নচাপটি গতকাল সন্ধ্যায় পায়রা সমুদ্র বন্দর থেকে ১৩৬০ কিলোমিটার দক্ষিন–দক্ষিন পশ্চিতে অবস্থান করছিলো। তাই পটুয়াখালীর পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দর সমূহকে ০১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
সকল মাছধরা ট্রলার সমূহকে গভীর সাগরে বিচরন না করতে বলা হয়েছে।
আল/দীপ্ত সংবাদ