বঙ্গবন্ধুর জামেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৯ মে) বিকেল ৫টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসাইন ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, রাষ্ট্রপক্ষের আইনজীবী পল্লব ভট্টাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম সহ সুধীজনরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর জেলার সভাপতি হাসানুজ্জামান মালেক।
বক্তারা ওয়াজেদ মিয়ার জীবন ও তার কর্ম নিয়ে আলোচনা করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়। অনুষ্ঠানে জেলার সুশীল সমাজের ব্যক্তিবর্গের পাশাপাশি সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এমি/দীপ্ত সংবাদ