মেহেরপুরে শিশুশ্রম নিরোধকল্পে পরিবিক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) বেলা এগারোটার সময় জেলা প্রশাসক এর কার্যালয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া শাখা সভাটির আয়োজন করে।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা–উল–জান্নাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেন রঞ্জন রায়। সঞ্চালনায় ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া শাখার উপ মহাপরিচালক সানতাজ বিল্লাহ।
অনুষ্ঠানে শিশু শ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের পাশাপাশি বিভিন্ন কর্মপরিকল্পনার বিষয়ে আলোচনা করা হয়। শিশুশ্রমের কারণ ও এ থেকে উত্তরণের উপায় সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেন সভায় উপস্থিত সদস্যবৃন্দ।
এ সময়, সর্বসম্মতিক্রমে মুজিবনগর উপজেলা কে শিশুশ্রম মুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদেরকে নিয়ে পরিকল্পনাটি বাস্তবায়ন করা হবে বলে জানান জেলা প্রশাসক। এর পাশাপাশি লিফলেট বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রচারণা বৃদ্ধি, ঝরে পড়া শিশুদের তালিকা তৈরিসহ নানা পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আফ/দীপ্ত সংবাদ