গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (৯ মে) নির্ধারিত দিনে গাজীপুরের বঙ্গতাজ অডিটরিয়ামে সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম এসব প্রতীক বরাদ্দ দেন।
প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মো. আজমত উল্লাহ খান পেয়েছেন দলীয় প্রতীক নৌকা। জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন পেয়েছেন লাঙ্গল। অন্যদের মধ্যে গণফ্রন্টের আতিকুল ইসলামকে মাছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমানকে হাতপাখা, জাকের পার্টির মো. রাজু আহাম্মেদকে গোলাপফুল প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
তিন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে জায়েদা খাতুন টেবিল ঘড়ি, মো. হারুন–অর–রশিদ ঘোড়া ও সরকার শাহনুর ইসলাম হাতি প্রতীক পেয়েছেন।
এর মধ্যে মনোনয়নপত্র বাতিল হওয়া জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন এবং শাহনুর ইসলাম দুজনেই টেবিল ঘড়ি চেয়েছিলেন। তবে শাহনুর টেবিল ঘড়ির পাশাপাশি বাস প্রতীকও চেয়েছিলেন। কিন্তু তিনি এর কোনোটিই পাননি।
এফএম/দীপ্ত সংবাদ