শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

পলিথিন উৎপাদন ও বিক্রির দায়ে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার দায়ে চারটি কারখানাকে ৬ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসম এসব কারখানা থেকে ৪ হাজার ৬৩৭ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

সোমবার (৮ মে) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চৌমুহনী বিসিক ও চৌমুহনী বাজারে এই অভিযান চালিয়েছেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত। অভিযানে সহযোগিতা করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব১১ এর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, র‍্যাব১১ এর সদস্যদের তথ্যের ভিত্তিতে চৌমুহনী বিসিক এলাকা ও চৌমুহনী বাজারে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রি করার অপরাধে আনিকা প্লাস্টিকককে দুই লাখ টাকা, তানিয়া প্লাস্টিকককে দুই লাখ টাকা, এম কে প্রিন্টিংকে ৭৫ হাজার টাকা এবং রিপন প্যাকেজিংকে ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এসময় নিষিদ্ধ ঘোষিত ৪ হাজার ৬৩৭ কেজি পলিথিন জব্দ করা হয়। যার বাজার মূল্য দুই লাখ ৩২ হাজার টাকা।

বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত জানান, র‍্যাব১১ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারে বিক্রির তথ্য পাওয়ার পর বিসিক ও চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী চার প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More