বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নতুন বাজারে গভীর রাতে বন্ধ মুদি দোকানের বাইরে আটকে অগ্নিসংযোগ করে ভেতরে থাকা ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বাজারের ৬ টি দোকান পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
সোমবার (৯ মে) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে পুড়ে অঙ্গার সাগর চন্দ্র পাল (২৫) নামে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজন সহ স্থানীয়দের। এ ঘটনার বিচার দাবি করেন তারা। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশ কর্মকর্তারা। নিহত সাগর পাল ওই এলাকার বাসিন্দা।
ওই বাজারের ব্যবসায়ী সহ স্থানীয়রা জানান, নেয়ামতি ইউনিয়নের নতুন বাজারের সাগর চন্দ্র পালের মুদি ও ফ্লেক্সিলোডের দোকানে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে আগুন লাগে। ডাক চিৎকারে প্রতিবেশী সহ অন্য ব্যবসায়ীরা ছুটে গেলে সাগরের দোকান বাইরে থেকে তালাবদ্ধ এবং ভেতরে সাগরের বাঁচার আকুতি শুনতে পান। আগুনের তীব্রতা থাকায় ধারে কাছে যেতে পারেনি কেউ। চোখের সামনে দোকানের ভেতরে সাগর পুড়ে অঙ্গার হয়ে গেলেও কেউ তাকে রক্ষা করতে পারেনি।
আরও জানায়, খবর পেয়ে প্রথমে বেতাগী এবং পরে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ হওয়ার আগেই ৩টি মুদি, ১টি ফার্মেসী এবং ওষুধের সহ মোট ৬টি দোকান পুড়ে যায়। এতে প্রায় কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
পূর্ব বিরোধের জের ধরে সাগরকে পরিকল্পিতভাবে হত্যা করতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করতে পারে বলে সন্দেহ স্থানীয়দের।
এদিকে এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার। তিনি বরেলন, তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করবে পুলিশ।
আফ/দীপ্ত সংবাদ