স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট পিরোজপুর বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ মে) দুপুর সাড়ে ৩টায় পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় স্মার্ট ডিষ্ট্রিক্ট ইনোভেশন চ্যালেঞ্জ– ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, পেপার লেস, ক্যাশলেস এবং প্রেজেন্টলেস এই ৩টি স্তম্ভের উপরে আমাদের এখনই কর্ম পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন শুরু করতে হবে। তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভীশন– ২০৪১ হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট ইকোনমির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াছিন, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মো. আব্দুল কাদের, সড়ক বিভাগের উপ–বিভাগীয় প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের এডি ইব্রাহিম খলিল, বিভিন্ন কর্মকর্তাগণ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এমি/দীপ্ত সংবাদ