পতাকার ছায়া তলে হাতে কাস্তে নিয়ে মেঠো পথে এক কালারের গেঞ্জি পরে হেটে চলছে অর্ধশত যুবক। দেখে মনে হবে কোন যুদ্ধের ময়দান। কিন্তু না এটা মাগুরা সদরের আলোকদিয়া উত্তরপাড়া ধানের মাঠের একটি চিত্র। রোরো মৌসুমে বড় কোন প্রাকৃতিক দুর্যোগ আসার আগেই যাতে ধান ঘরে পৌছে যায় তার জন্য অসহায় কৃষকের জমির ধান কেটে বোঝা মাথায় করে বাড়িতে পৌছে দিচ্ছেন যুবলীগের কর্মীরা।
শ্রমিক সংকটের কারনে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচীর অংশ হিসেবে বোরো মৌসুমে অসহায় ও অপারক কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দেয়ার কর্মসূচি শুরু করেছে মাগুরা জেলা যুবলীগের নেতাকর্মীরা। রবিবার সকালে মাগুরার সদর উপজেলার বগিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামে কয়েকজন কৃষকের প্রায় চার বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা।
জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানের নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে অংশ নেন যুবলীগের যুগ্ন আহবায়ক আলী আহমেদ আহাদ ও সাকিব হাসান তুহিনসহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের কর্মীরা। উপকারভোগী কৃষক মোঃ ফজলু শেখ বলেন, আমি বয়স্ক মানুষ তাছাড়া অনেক অসহায়। আমার জমির ধান পেকে যাওয়ায় খুব চিন্তার মধ্যে ছিলাম। যুবলীগের ছেলেরা ধানগুলো কেটে বাড়ি পৌঁছে দেয় আমার অনেক উপকার হল।
অপর কৃষক রবিউল শেখ বলেন, আমি বেশ খানিক জমিতে ধান লাগিয়ে ছিলাম। ধান পেকে যাওয়ায় অর্থনৈতিক সংকটের কারণে ধান কাটতে অসুবিধা হচ্ছিল। ফেসবুকে দেখলাম প্রধানমন্ত্রী যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ কে ধান কাটতে সহযোগিতা করতে বলছে। এই খবর আমি জেলা যুবলীগের কর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তারা এসে আমার প্রায় দুই বিঘা জমির ধান কেটে দিয়েছে।
সাধারন মানুষের পাশে দাঁড়াতে যুবলীগের প্রতি প্রধানমন্ত্রীর, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনার পর জেলার বিভিন্ন এলাকার অসহায় কৃষকের ধান কাটাসহ বিভিন্ন মানবিক কাজে অংশ নিচ্ছে জেলা যুবলীগ বলে জানান মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান। তিনি আরো বলেন যুবলীগ শুধু রাজ পথে মিছিল মিটি নয়। মানুষের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছে।
আল/দীপ্ত সংবাদ