খুলনার পাইকগাছায় রাড়ুলী দক্ষিণ পাড়া সার্বজনীন মন্দির কমিটির জায়গা ও কমিটি নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষরা হামলা করে ১০ জনকে রক্তাক্ত জখম করেছে। শুক্রবার (৫ মে) রাত ৮ টায় উপজেলার রাড়ুলী গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছে।
ওই রাতেই থানায় মামলা হলে ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৬ মে) দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপ–পুলিশ পরিদর্শক ইমরান হোসেন জানান, রাড়ুলী দক্ষিণ পাড়া সার্বজনীন মন্দিরের জায়গা ও কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে গত ৫ জুন সুমিত্রা সরকার বাদী হয়ে প্রতিপক্ষ শিবপদ (৫৫), শেখর চন্দ্র (৪৫) ও অজিত সরকারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেন। সন্ধ্যায় বাড়িতে ফিরার পথে প্রতিপক্ষরা ১৪ /১৫ জন দা, সাবল, লোহার রড নিয়ে ক্ষিপ্ত হয়ে সাধারণ ডায়রি কেন করেছে তা সুমিত্রা সরকারে নিকট জানতে চায়। এ সময় তার পরিবারের লোকজন এগিয়ে আসলে হরিচাঁদের নেতৃত্বে ১৪/১৫ জন দা দিয়ে কুপিয়ে ৯ জনকে আহত করে।
গুরুতর ভাবে জখম বিধান সরকার ও রাজু মন্ডলকে খুলনার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
প্রতিপক্ষ শিবপদ জানান, আমরা মারপিট করেনি। প্রতিপক্ষরা আমাদের পিটিয়ে ৩ জনকে আহত করেছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। দক্ষিণ রাড়ুলীতে সার্বজনীন মন্দির নিয়ে দু‘পক্ষের দ্বন্দ্ব ও পুকুরের পাশ দিয়ে সরকারী অর্থায়নে চলাচলের রাস্তা নির্মাণে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে।
থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে দা লাঠি শাবল নিয়ে আক্রমন করে প্রতিপক্ষদের আহত করে। এব্যাপারে থানায় মামলা হয়েছে। ৭ জনকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আফ/দীপ্ত সংবাদ