সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

বাগেরহাটে স্বপ্ননীড় এতিমখানা ও বৃদ্ধাশ্রমের যাত্রা শুরু

 

বাগেরহাটে অসহায়, ছিন্নমূল, এতিম ও আশ্রয়হীণ মানুষদের আশ্রয় দেওয়ার জন্য স্বপ্ননীড় এতিমখানা ও বৃদ্ধাশ্রমের যাত্রা শুরু হয়েছে। শনিবার (০৬ মে) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের করা এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব নাসরুল্লাহ।

এসময় কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদুল ইসলাম বাবলু, লতিফ মাস্টার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক শেখ রফিকুল ইসলাম জগলু, এ্যাক্টিভ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক সরদার জাহিদুল ইসলাম, মাধবকাঠি আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শমসের আলী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শেখ হেদায়েতুল ইসলাম, কাজী লিয়াকত হোসেন, শেখ জাহিদুল ইসলাম, শেখ শাহজাহান আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বেশরগাতি এলাকার ৫একর জমির উপর নির্মিত স্বপ্ননীড় এতিমখানা ও বৃদ্ধাশ্রমে ১২০ জন এতিম ও অসহায় বৃদ্ধার বসবাসের সুযোগ রয়েছে। এছাড়াও এই কমপ্লেক্সের মধ্যে মসজিদ, মাদরাসা ও কারিগরি প্রশিক্ষন কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোক্তারা।

লতিফ মাস্টার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক শেখ রফিকুল ইসলাম জগলু বলেন, শুধু মাত্র মানুষের কল্যান ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই এতিমখানা, বৃদ্ধাশ্রম ও ধর্মীয় প্রতিষ্ঠান করেছি। ভবিষ্যতে আমাদের এই প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধির ইচ্ছে রয়েছে বলেও জানান তিনি।

 

আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More