আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা এবং ভাষাসংগ্রামী মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিনী রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বিবৃতিতে তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার–পরিজন, আত্মীয়–স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর কলাবাগানের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
প্রয়াত রহিমা ওয়াদুদের দাফন কখন ও কোথায় করা হবে তা জানা যায়নি। বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামীকাল রোববার (৭ মে) সকালে তার দেশে ফেরার কথা রয়েছে। শিক্ষামন্ত্রী দেশে ফেরার পর তার মায়ের দাফন সম্পন্ন হবে।
আল/দীপ্ত সংবাদ