আফ্রিকার দেশ ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের পর ভয়াবহ বন্যায় অন্তত ১৭৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রাদেশিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার (৪ মে) দক্ষিণ কিভু প্রদেশে প্রবল বৃষ্টিপাতের ফলে একটি নদীতে পানি উপচে পড়ে। বুশুশু ও নিয়ামুকুবি গ্রামে ঢুকে পড়ে প্রবল বন্যার পানি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।
সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলে প্রাণঘাতী এ বন্যায় অসংখ্য ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
সাউথ কিভু অঞ্চলের গভর্নর থিও এনগোয়াবিদজে কাসি জানান, এখন পর্যন্ত ১৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।
তবে স্থানীয় নাগরিক সমাজের সদস্য কাসোল মার্টিন বলেছেন, ২২৭টি মরদেহ পাওয়া গেছে। তিনি বলেন, মানুষ খোলা জায়গায় ঘুমাচ্ছে। বহু স্কুল–হাসপাতাল ভেসে গেছে।
শুক্রবার আবহাওয়া অনেকটা পরিষ্কার হয়ে আসার পরে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি এবং ছাদের ওপর কাদামাটির স্তর জমে থাকতে দেখা গেছে।
সবশেষ ঘটনাটি ২০১৪ সালের অক্টোবরের ভারি বর্ষণে সাত শতাধিক বাড়ি ধ্বংস হয়। জাতিসংঘের মতে, ওই ঘটনায় ১৩০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হন।
গত মাসে উত্তর কিভু প্রদেশে ভূমিধসে অন্তত ২১ জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। গত ডিসেম্বরে রাজধানী কিনশাসায় প্রবল বৃষ্টি–বন্যায় প্রাণ হারান অন্তত ১৬৯ জন।
আফ/দীপ্ত সংবাদ