মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

পুলিশ কর্মকর্তা স্ত্রীকে পিটিয়ে আহত করলেন কাউন্সিলর স্বামী

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ কর্মকর্তা স্ত্রীকে মারধোরের অভিযোগে স্বামী নাচোল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দীনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১ মে) দুপর ১২টার দিকে নাচোল পৌর এলাকার চেয়ারম্যানপাড়া মহল্লায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান।

জানা যায়, ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা রাজশাহীর একটি থানায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত আছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯এ খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ৬ বছর আগে হেলাল উদ্দীনের সঙ্গে বিয়ে হয় নাসরিন আক্তারের। তাদের দুটি সন্তানও রয়েছে। বর্তমানে রাজশাহীর বাঘা থানায় এএসআই পদে কর্মরত নাসরিন। সম্প্রতি ছুটি নিয়ে স্বামীর বাড়ীতে যান নাসরিন। এরপর থেকেই যৌতুকসহ নানান বিষয়ে নির্যাতন করা হয় তাকে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টু রহমান জানান, নাসরিন পুলিশের জরুরিসেবা ট্রিপল নাইনে এ কল দিয়ে, তাকে উদ্ধারে সহায়তা চান। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

নাসরিন থানায় মামলা করলে কাউন্সিলর হেলালকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More