চট্টগ্রামে মে দিবসের অনুষ্ঠানে গিয়ে মারামারিতে জড়িয়েছে রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষ। এসময় মিজান নামের একজনসহ ৩ জন ছুরিকাঘাতে আহত হয় । সোমবার (১লা মে) দুপুরে নতুন রেলওয়ে স্টেশনে অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।
আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মিজান সদরঘাট থানাধীন কামাল গেট পূর্ব মাদারবাড়ি এলাকার বাসিন্দা।
রেলওয়ে শ্রমিকলীগের সিরাজ গ্রুপ এবং অলিউল্লাহ সুমন গ্রুপের নেতা–কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে মতোবিরোধ চলছিল। মে দিবস উপলক্ষে দুই গ্রুপই পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে।
নতুন রেল স্টেশনে সিরাজ গ্রুপের আয়োজনে অনুষ্ঠান চলাকালীন সময়ে পাশ দিয়ে মিছিল নিয়ে যায় অলিউল্লাহ সুমন গ্রুপ। এসময় উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হলে বিবাদে জড়ায় তারা।
রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে মারামারি বিষয়ে কতোয়ালী থানার ওসি জাহেদুল করিম জানান, শ্রমিকদের অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। দুই–তিনজন আহত হয়েছে বলে জানা গেছে তবে তাদের নাম–ঠিকানা পাওয়া যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগও করেনি।
অপ্রীতিকর ঘটনা এড়াতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে ছুরিকাঘাতে আহত মিজান চমেক হাসপাতালের ২ নম্বর ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
অনু/দীপ্ত সংবাদ