দেশের ২০ জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ভয়ংকর ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশ ও ভারতের উপকূল দিয়ে যায়, তাহলে সেটি আঘাত করবে ১৩ থেকে ১৫ তারিখের মধ্যে।
দেশের ২০ জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর–পশ্চিম দিক থেকে এ ঝড়ের পূর্বাভাস দিয়া হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫–৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকায় ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
তথ্যানুযায়ী, এই ঘূর্ণিঝড়টির নাম হতে চলেছে ‘মোচা’। ঘূর্ণিঝড়ের নামটি দিয়েছে ইয়েমেন।
মে মাসে বিষুবরেখার কাছে সুমাত্রা সাগর অথবা আন্দামান সাগরে ঘূর্ণিঝড় ‘মোচা’ তৈরি হতে পারে। ঘূর্ণিঝড়টি সেই সময় শক্তি সঞ্চয় করবে এবং পরে তা উত্তর, উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হবে।
রবিবার (৩০ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা বান্দরবনে ৩৮.০°সে: রেকর্ড করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলা, শ্রীমঙ্গল ও কুমারখালীতে ২০.০ ডিগ্রি সেলসিয়াস।
অনু/দীপ্ত সংবাদ