সারাদেশের ন্যায় মেহেরপুরে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার সময় একযোগে শুরু হয় মাধ্যমিক বাংলা ১ম পত্র পরীক্ষা।
করোনাকালের পরে এই প্রথম পূর্নমানে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। পরীক্ষা শুরুর আগে থেকেই অভিভাবকদের সাথে পরীক্ষার্থীদের কেন্দ্রগুলোর সামনে ভীড় করতে দেখা যায়।
কেন্দ্রগুলোতে আইনশৃংখলা বাহীনির কড়া নিরাপত্তা রয়েছে। পরিবেশ পর্যবেক্ষন ও পরিদর্শনে ৫ সদস্যের ভিজিলেন্স টিম গঠন করেছে জেলা প্রসাশন। এবার জেলায় মোট ২৪ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৮৯২৬ জন পরীক্ষাথীর মোধ্য এসএসসি সাধারন ৭৩৭৯ জন, দাখিল ৬৪২ জন এবং ভোকেশনাল বিভাগ থেকে ৯০৫জন শিক্ষার্থী অংশগ্রহন করছে।
যূথী/দীপ্ত সংবাদ