গাজীপুর সিটি নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ ৩ জনের মনোয়ন বাতিল ৯ জনের বৈধতা। এছাড়া আওয়ামীলীগ মনোনিত এডভোকেট আজমত উল্লা খান ও মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনসহ ৯ জনের বৈধতা ঘোষণা করেছেন রিটানিং কর্মকর্তা।
রবিবার (৩০ এপ্রিল) সকালে গাজীপুরের তাজ উদ্দীন আহমেদ অডিটরিয়ামে আনুষ্ঠানিক বাচাই অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয় ।
গাজীপুর সিটিতে মেয়র পদে ১২ জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮২ জন , ফরম ক্রয় করেছেন ৮৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট জমা দিয়েছেন ৩৮৩ জন।
বৈধ প্রার্থীরা হচ্ছেন, জাতীয় পার্টির মনোনিত প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন , গণফ্রন্টের আতিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ, স্বতন্ত্র সরকার শাহানুর ইসলাম রনি, আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এডভোকেট আজমত উল্লা খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজী আতাউর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন এবং জাকের প্রার্টির মনোনিত প্রার্থী মনোনিত রাজু আহমেদ ।
স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোয়নপত্র বাতিল করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপীর অভিযোগে। অগ্রনী ব্যাংক থেকে একটি পোশাক কারখানার ঋণের জামিনদার হওয়ায় । এছাড়াও যথাযথ কাগজপত্র দাখিল না করায় স্বতন্ত্রপ্রার্থী অলিউর রহমান বাতিল ও স্বতন্ত্রপ্রার্থী আবুল হোসেন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ।
যূথী/দীপ্ত সংবাদ