চট্টগ্রামের দেওয়ান হাটে যানবাহনের পরিত্যক্ত টায়ারে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে দেওয়ান হাট পোস্তার পাড়ে পরিত্যক্ত টায়ারের স্তুপে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে দুটি ও পরে আরো দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
স্থানীয়রা জানান, কিছু ব্যবসায়ী পরিত্যক্ত টায়ার এনে রেলের এই স্থানে জমা করে। পরে সেগুলো বিভিন্ন ভাবে ব্যবহারের উপযোগী করে বিক্রি করে থাকে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পণ্য গুলো রাবার জাতীয় হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছিলো। যে কারণে শেষ পর্যন্ত ১৩টি ইউনিট এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা স্থলে দোকানপাট না থাকায় জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।
আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছু জানাতে পারেনি।
এফএম/দীপ্ত সংবাদ