পিরোজপুরে দীর্ঘ প্রতীক্ষার পর বৃষ্টি শুরু হওয়ায় মানুষের মনে স্বস্তি ফিরেছে। অব্যাহত তাপপ্রবাহে এ অঞ্চলের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। পিরোজপুরে বৃষ্টির ১৫ থেকে ২০ মিনিট আগে হঠাৎ বয়ে যায় ঝোড়ো হাওয়া।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিনব্যাপী রৌদ্রোজ্জ্বলের মধ্যে বিকেল ৫ টার দিকে আস্তে আস্তে মেঘাচ্ছন্ন হয়ে যায় পিরোজপুরে আকাশ। এরপরই সন্ধ্যা নাগাদ শুরু হয় ঝোড়ো হাওয়া। এর ১০ থেকে ১৫ মিনিট পর শুরু হয় বৃষ্টি।
তবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে বোরো ধানের ক্ষতির আশঙ্কা করছে কৃষকরা। তবে গ্রীষ্মকালীন অন্যান্য ফসলের বেশি উপকার হবে বলে জানান স্থানীয়রা।
পিরোজপুর শহরের বাসিন্দা ইকরা বিনতে সিদ্দিক জানান, বেশ কিছুদিন ধরে অসহনীয় গরমে মনে হয় পরানটা বের হয়ে যায়। এরকম গরম আগে কখনও অনুভব করেনি। আজ বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে।
যূথী/দীপ্ত সংবাদ