সনাতন ধর্মের এক পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে গালাগালি ও ধর্ম নিয়ে কটূক্তি করায় বরগুনার বামনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটুর শাস্তির দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে বরগুনা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বলেন, সোমবার (২৬ এপ্রিল) বামনার বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে নিরাপত্তার স্বার্থে বামনা থানার উপ–পুলিশ পরিদর্শক দিবাকর কয়েকজন পুলিশ সদস্য নিয়ে যায়। এসময় সালাম না দেওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু ওই পুলিশ কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সনাতন ধর্ম নিয়ে মালাউন বলে কটূক্তি করে।
এর দুইদিন পর গতকাল একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন সনাতন ধর্মের মানুষকে এভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে গালাগালি করা ও সনাতন ধর্মকে নিয়ে কটূক্তি করা উপজেলা চেয়ারম্যানকে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন হিন্দু ঐক্য পরিষদের নেতারা।
উক্ত কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের বরগুনা জেলা শাখা–সহ বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা অংশগ্রহণ করেন।
এমি/দীপ্ত