সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম–৮ (বোয়ালখালী–চান্দগাঁও–পাঁচলাইশ) আসনের উপ–নির্বাচনে প্রায় প্রতিটি কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বহদ্দারহাট এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেসহ বোয়ালখালীর সব কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।
এর আগে সকাল ৮টায় এই কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট আ জ ম নাছির উদ্দীনকে নিয়ে ভোট দিতে আসেন। পরে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আব্দুস সামাদ এই কেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এছাড়া ৭ নম্বর ওয়ার্ডে আমিরুন্নেছা প্রাইমারী অ্যান্ড কিন্ডারগার্ডেন কেন্দ্র, করলডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে ভোটারদের ব্যাপক উৎসাহ দেখা গেছে। এ আসনের ১৯০টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ বিকাল ৪টা পর্যন্ত চলবে।
এফএম/দীপ্ত সংবাদ