আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ২০২১ সালে আত্মঘাতী বোমা হামলার মূল পরিকল্পনাকারী আইএস নেতাকে ক্ষমতাসীন তালেবান হত্যা করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএসকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামিক স্টেটের ওই নেতাকে কয়েক সপ্তাহ আগেই হত্যা করা হয়।
তবে তার মৃত্যুর খবর নিশ্চিত করতে সময় লেগেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তবে আইএসের ঐ নেতার নাম প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, গোয়েন্দা তথ্য ও নজরদারির মাধ্যমে তারা নিশ্চিত যে, আইএসের ওই নেতাকে হত্যা করা হয়েছে।
কিন্তু কীভাবে তারা জানতে পেরেছে বা কে সেই হামলাকারী– এসব বিষয়ে বিস্তারিত আর কোন তথ্য জানাতে কর্মকর্তারা রাজি হননি।
তবে তালেবানরা তাকে হত্যা করেছে নাকি আইএস এবং তালেবানের লড়াইয়ের মধ্যে পড়ে এই নেতা নিহত হয়েছে তা পরিস্কার করা হয়নি।
২০২১ সালে তালেবান শাসন থেকে বাঁচতে আফগানরা দেশ ছেড়ে পালানোর সময় কাবুল বিমানবন্দরের প্রবেশপথে বোমা হামলায় ১৭০ জন বেসামরিক নাগরিক এবং ১৩ জন মার্কিন সেনা নিহত হয়।
এফএম/দীপ্ত সংবাদ