রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া গ্যাসের গন্ধ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। তাই আতঙ্ক দূর করে নিশ্চিন্তে চুলা জ্বালানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি। রাজধানীর বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া গ্যাসের গন্ধ নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি। তাই আতঙ্ক দূর করে নিশ্চিন্তে চুলা জ্বালানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।
তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সকালের দিকে কমে এসেছে গ্যাসের গন্ধ। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। নিশ্চিন্তে চুলা জ্বালানোর কথা জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।
‘কিছু এলাকায় সমস্যা হয়েছিল। তবে আমরা সব ঠিক করেছি। গ্যাসের মধ্যে যে গন্ধ দেয়া হয়, সেটা নিরাপত্তার জন্যই দেয়া হয়। এতে লিকেজ হলে গন্ধ বের হয়। এখন সমাধান হয়ে গেছে; পরিস্থিতি স্বাভাবিক আছে।’
এর আগে সোমবার (২৪ এপ্রিল) রাতে রাজধানীর ইস্কাটন, গ্রিনরোড, মহাখালী, আজিমপুর, ধানমন্ডি, মালিবাগ ও বাড্ডাসহ কিছু এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যায়। এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার জন্য মসজিদে মাইকিং করা হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ অবস্থায় গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়া নিয়ে রাতেই নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, ঈদে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার–ফ্লো) গন্ধ বাইরে আসছে ৷ তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তারা।
এ ছাড়া ফায়ার সার্ভিস থেকেও বলা হয়েছিল, যেসব এলাকায় গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে, আপাতত সেসব জায়গায় চুলা জ্বালানো থেকে বিরত থাকা নিরাপদ হবে। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট রাস্তায় টহলেও বের হয়।
তবে এমন পরিস্থিতিতে রাতে কোথাও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সকালে তিতাস নিশ্চিত করেছে, চুলা জ্বালাতে আর কোনো সমস্যা নেই।
যূথী/দীপ্ত সংবাদ