অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে লিওনেল মেসি ফিরছেন বার্সেলোনায়। তবে এখনো পর্যন্ত কোনো পক্ষই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এবার সেই গুঞ্জনের পাল্লা আরেকটু ভারী করলেন আতলেতিকো মাদ্রিদের সভাপতি।
লা লিগায় মেসির ফেরার সম্ভাবনা বেশি বলেই হয়তো এমন ইচ্ছা প্রকাশ করেছেন এনরিকে। অবশ্য শুধু আর্জেন্টাইন অধিনায়কের নয়, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দ্বৈরথের কথা জানিয়েছেন তিনি। তাঁর মতে, লা লিগায় আবারও এ দুজনের খেলা দেখতে পারাটা হবে দুর্দান্ত।
আতলেতিকো মাদ্রিদ সভাপতি বলেছেন, ‘লিওনেল মেসি–ক্রিস্টিয়ানো রোনালদোরা লা লিগায় ফিরলে বিষয়টা দুর্দান্ত হবে বলে মনে করি। দুজনে এখনো খেলছে। ফলে তারা ফিরে এলে চমৎকার হবে।’
লা লিগায় একসঙ্গে প্রায় এক দশক অনেক স্মরণীয় ম্যাচ উপহার দিয়েছেন মেসি–রোনালদো। পর্তুগিজ তারকার পর মেসি চলে যাওয়ায় সেই সব এখন শুধুই স্মৃতি। নিজেদের লিগে হওয়া সেই স্মৃতিগুলোর দৃশ্যই হয়তো কল্পনা করছেন এনরিকে। এ জন্য দুই কিংবদন্তির আবারও দ্বৈরথ দেখতে উন্মুখ তিনি।
তবে এনরিকের সেই চাওয়া পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। সাতবারের ব্যালন ডি অর জয়ী মেসির বার্সায় ফেরার সম্ভাবনা অনেকটা থাকলেও রোনালদোর সেই সম্ভাবনা নেই।
এমি/দীপ্ত