যাত্রাপথে বিড়ম্বনা ছাড়াই দেশের মানুষ এবার ঈদ উদ্যাপন করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে নিজ দফতরে কর্মকর্তা–কর্মচারীদের সঙ্গে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এবার ঘরমুখী যাত্রীদের জন্য ঈদযাত্রা ছিল নিরাপদ ও স্বস্তিদায়ক। মোটরসাইকেলসহ পরিবহনগুলো নির্বিঘ্নে গন্তব্যে যাতায়াত করেছে। তিনি বলেন, আমরা একটা পরীক্ষামূলক বিষয় চালু করে ভালো ফল পেয়েছি। সেটা হচ্ছে, পদ্মা সেতুতে মোটারসাইকেল চলাচল নিয়ে একটা অসন্তোষ ছিল। সার্বিক দিক বিবেচনা করে সংকটের কথা চিন্তা করে বন্ধ রেখেছিলাম। এবার চালু করার পর বাইকার এবং আরোহীরা শৃঙ্খলার পরিচয় দিয়েছেন। এ ছাড়া অন্যান্য রুটেও মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছে।
সেতুমন্ত্রী বলেন, পরিবহন খাতে শৃঙ্খলার ঘাটতিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ জন্য নিরাপদ সড়ক বাস্তবায়নে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প একনেকে পাস হয়েছে। এখানে ৩ হাজার কোটি টাকার বেশি অর্থায়ন করবে বিশ্বব্যাংক। বাকিটা আমাদের নিজেদের।যাত্রাপথ সুশৃঙ্খল করার জন্য ভবিষ্যতেও প্রচেষ্টা চালিয়ে যেতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতার যেন পুনরাবৃত্তি না ঘটে।
এ সময় রাজনীতি ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সাম্পাদক বলেন, আন্দোলনে ব্যর্থতার পর অমানিশার অন্ধকার দেখছে বিএনপি। সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে তারা। এত সমালোচনা সত্ত্বেও দেশে কোনো দুর্ভিক্ষ হয়নি। একটি মানুষও না খেয়ে মারা যায়নি।
এফএম/দীপ্ত সংবাদ