সাতক্ষীরায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো সাতজন। রবিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়কের কামাননগরের সাবেক পৌর মেয়র আব্দুল জলিলের মাছের ঘেরের দক্ষিণ পাশে কফি এণ্ড চাইনিজ রেস্টুরেন্ট এর সামনে এ ঘটনা ঘটে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া উপজেলার নারায়নপুর গ্রামের আজিজুর রহমান সরদারের ছেলে আব্দুল বারি (৫৫) ও তার ছেলে রেজোয়ান (২৫)।
সাতক্ষীরা সদর উপজেলার খানপুর গ্রামের আনিসুর রহমান জানান, তার আত্মীয় একই গ্রামের ওমর ফারুখের ছেলে মাহমুদ হোসেন তার এক আত্মীয়কে নিয়ে একটি ওয়ান টেষ্ট ডিসকভার মটর সাইকেলে শহরে যাওয়ার সময় রবিবার রাত ৮টার দিকে বাইপাস সড়কের কামাননগরের সাবেক পৌর মেয়র আব্দুল জলিলের মাছের ঘেরের দক্ষিণ পাশে কফি এণ্ড চাইনিজ রেস্টুরেন্টএর সামনে বিপরীত দিক থেকে আসা একটি পালচার মটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে আব্দুল বারি ঘটনাস্থলে মারা যান। তার ছেলে রেজোয়ানকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় মারাত্মক জখম মাহমুদকে প্রথমে মেডিকেল কলেজ ও পরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আনিসুর রহমান আরো জানান, দুর্ঘটনাকবলিত মটর সাইকেলের সাথে দুই পাশ থেকে আসা আরো তিনটি দ্রুতগামি মটর সাইকেলের সংঘর্ষ হলে সদরের রইচপুরের আব্দুল হাকিম, কলারোয়া উপজেলার কাকডাঙা গ্রামের কপিলউদ্দিনের ছেলে সাবিবরুলসহ ছয়জন জখম হয়। তাদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান মটর সাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু ও কয়েকজন জখম হয়েছেন নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এফএম/দীপ্ত সংবাদ