সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

বুরকিনা ফাসোয় সশস্ত্র হামলায় ৬০ বেসামরিক নাগরিক নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে অস্ত্রধারীদের হামলায় ৬০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) দেশটির ওয়াহিগৌয়া শহরের নিকটবর্তী একটি এলাকায় এ ঘটনা ঘটে। ওয়াহিগৌয়ার কৌঁসুলি ল্যামিন কাবোরে রবিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন।

যারা আক্রমণ করেছিল তারা সবাই বুরকিনা ফাসোর সামরিক বাহিনীর পোশাক পরিহিত ছিল। স্থানীয় পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্স তথ্যটি জানিয়েছে।

ল্যামিন কাবোরে জানিয়েছেন, বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় প্রদেশ ইয়াতেঙ্গা প্রদেশের ওয়াহিগৌয়ার নিকটবর্তী গ্রাম কার্মায় এ হামলার ঘটনা ঘটে। গ্রামটি প্রতিবেশী মালির সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। তিনি আরও জানিয়েছেন, এই এলাকায় আল কায়েদা এবং ইসলামিক স্টেটসের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই আক্রমণ চালিয়ে থাকে। হামলার কারণ এবং অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে তদন্ত চলছে। তবে তিনি এই হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, ২০২২ সালের পর থেকেই দেশটিতে সাধারণ নাগরিকের ওপর হামলা বেড়ে গিয়েছে। এমনকি দেশটির সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী সশস্ত্র বাহিনী দেশজুড়ে ব্যাপক সন্ত্রসাবাদবিরোধী অভিযান চালানোর পরও এ ধরনের হামলা কমেনি।

 

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More