এক মাস সিয়াম সাধনার পর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে ঈদুল ফিতর। শনিবার (২২ এপ্রিল) মেহেরপুর জেলার প্রতিটি গ্রামে সকাল ৭টা থেকে দশটা পর্যন্ত ঈদুল ফিতরের পৃথক পৃথক জামাত অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর কেন্দ্র ঈদগাহে সকাল ৮টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
এতে নামাজ আদায় করেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জেলা প্রশাসক আজিজুল ইসলাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ ধর্মপ্রাণ মুসলমানরা।
পরে দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় নারীদের। সেখানেও শহরের কয়েক হাজার নারী অংশগ্রহণ করেন জামাতে। প্রতিটি ঘরে চলছে ঈদুল ফিতরের উৎসব।
নামাজ শেষে দেশ ও জাতির জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়াই বিশেষ প্রার্থনা ছিল বৃষ্টির জন্য দীর্ঘ ২০ দিন তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। মুসল্লীরা দুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ জানান বৃষ্টির জন্য।
এমি/দীপ্ত