দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় ও ঈদ উৎসব পালন করেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা। শুক্রবার (২১ এপ্রিল) সকালে নামাজ শেষে এসব গ্রামে ঈদ উদযাপন করেন ছিল–ছিলায়ে আলীয়া জাঁহাগিরিয়া তরিকার ভক্তরা।
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২০০বছর ধরে রুইয়াতিল হেলাল বিষয়ক ফতোয়ার ভিত্তিতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর এবং চন্দ্রোদয় নির্ভর ইসলামী সব ইবাদত ও অনুশাসন পালন করে আসছেন।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সকাল নয়টায় কাঞ্চননগর জাঁহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ ময়দানে দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ সূফি মুহাম্মদ আলী শাহ্ এর ইমামতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
এসময় শাহাজাদা মতি মিয়া মনছুর, আবদুস শুক্কুর, আবদুর রহিম বাদশাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এফএম/দীপ্ত সংবাদ